পৃথিবীকে শেখানোর মতো নতুন কিছু আমার কাছে নেই। সত্য ও অহিংসা পর্বতের মতো প্রাচীন আদ।
শুধু কেতাবি নীতি-নিয়ম আলোচনা করাই যদি আমার উদ্দেশ্য হত, তাহলে আমি আত্মজীবনী লিখতে শুরুই করতাম না। কিন্তু আমার মূল উদ্দেশ্য হলো ওই সূত্র গুলির নানাবিধ ব্যবহারিক প্রয়োগ কাহিনী বলা ।